ভালোবাসা কেমন হওয়া উচিত ?



আবেগের ভালোবাসাগুলো বেশিদিন ঠিকে না,যেই মাত্র আপনি আবেগশূন্য হয়ে পশুর মতো আচরন করবেন তখনই আপনি হারিয়ে পেলবেন আপনার আবেগের ভালোবাসা ।
আর বিবেকের ভালোবাসা কি এটা এখন আপনার কাছে স্পষ্ট , যেখানে আপনার কোনো চাওয়া-পাওয়া থাকে না , আপনি শুধু কোনো এক কারনে ভালোবাসেন , কিন্তু কেন ভালোবাসেন সেটাও আপনার জানা নেয় ,  এই ভালোবাসার মর্মার্থ হলো এই যে , আপনি যে মানুষটিকে ভালোবাসেন সে যেন সুখে থাকে ,যদিওবা সে আপনাকে আর ভালো না বাসে  । কিন্তু তবুও আপনার মন বলে সে ভালো থাকুক । এটাই হলো বিবেকের ভালোবাসা । এই ভালোবাসাতে আপনার প্রাপ্তি জিনিসটা থাকে না , শুধুথাকে সম্পর্কের মূল্য , ছেড়ে চলে গেলে ও ঘৃনা থাকে না থাকে শুধু ভালোবাসা । 

আমাদের এই সমাজের মানুষেরা তো আবেগের ভালোবাসাটা বুজে ,তাই তাদের কাছে বিবেকের ভালোবাসার কোনো মূল্য নেয় । যখন কেউ নিজের বিবেকের ভালোবাসাটাকে বেছে নেয় তখন আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবির্দ করি..!

কীভাবে...?

যে বিবেকের ভালোবাসাটাকে বেছে নিয়েছে,আমরা তাকে প্রশ্ন করি , কি লাভ হল ওই মেয়ে/ছেলের সাথে রিলেশন করে ...? বিবেকে দিয়ে যে ভালোবাসে আমরা তাকে বোকা বলে উড়িয়ে দিয় , আর আবেগের ভালোবাসার সম্পর্কে যারা জড়ায় আমরা তাদেরকে "খুব চালাক" বলে আখ্যায়িত করি কেননা সে অন্যজনকে ঠকিয়েছে....

সর্বশেষ একটা কথায় বলতে চাই , আবেগী ভালোবাসা বেশিদিন থাকে না । সম্পর্কে দীর্ঘস্থায়ী করতে চাইলে বিবেক দিয়ে কাউকে ভালোবাসুন ,  যেখানে আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না ...

ভালোবাসা হওয়া উচিত বিবেকের...!
আবেগের নয় ।


নিজের মতো করে লিখেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ।

Website :- Trick Lite 24


Share this post if you love

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url