আশা নাকি প্রত্যাশা.....? | Bangla Motivation


ডায়েরীর হারানো পাতা

Bangla motivation

                        আশা নাকি প্রত্যাশা.....? 

কারো কাছে কখনো প্রত্যাশা করবেন না , সবসময় আশা করবেন ।

আশা কেন করবেন জানেন ?
 
আপনি যদি আশা করেন তবে , সে যদি কোনোদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনি কষ্ট পাবেন না , মানিয়ে নিতে পারবেন ।

আমরা কেউ কেউ আছে, আশা আর প্রত্যাশা দুটোকে এক মনে করি ।

আশা করা মানে হল , সে আপনার সাথে বেইমানি করবে, সেটা মেনে নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত থাকা । আর প্রত্যাশা ?

প্রত্যাশা মানে হল কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ।  আর সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন সেটা মেনে নিতে না পারা ।

যখন আপনার প্রাপ্তির প্রতি কোনো মোহ নেয় , সেখানে বিচ্যাুতিকে আপনার বিচ্যাুতি-ই মনে হবে না..!
কারন  আপনি তার কাছে কিছু প্রত্যশা-ই করেননি । আর যেখানে প্রত্যশা-ই ছিলো না, সেখানে আপনার কোনো কিছু অপ্রাপ্তি বা হারানোর ভয় থাকে না...!


-------নীলিপ্ত

First Published :- Tricklite24.Blogspot.Com

Share this post if you love

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url