আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত | সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাই আবাসে মৃত অবস্থায় পাওয়া গেছে
আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। জানা গেছে যে, মুম্বাইয়ে রাজপুত নিজের ফ্ল্যাটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন । বিষয়টি নজরে আসতে বাড়ির পরিচারকই প্রথম খবর দেন পুলিশকে।
রাজপুত ছিলেন একজন বড় টিভি তারকা , তার জনপ্রিয় শো পবিত্রী রিশ্টাকে ।
তাঁর এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি নিয়ে এসেছিল যেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চরিত্রে অভিনয় করেছিলেন...!