Free Digital Marketing Course for beginner | ডিজিটাল মার্কেটিং কোর্স করুন (সম্পূর্ন ফ্রিতে) | Digital Marketing Course (Full Free)




হেলো ,
কেমন আছেন সবাই...!
 আশা করছি ভালোই আছেন? আসলে এই করোনা ময় পরিস্থিতি  কেউ ভাল থাকার কথা না।সর্বোপরি সবাই বাসায় বসে থাকতে হচ্ছে । তার পর ভাবলাম ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে নিতে পারি আর অন্যদেরও করার শেখার সুবিধার্তে এটা পোস্ট করতে পারি...!
 তো আজকের আলোচনার বিষয় হলো "কিভাবে
 ডিজিটাল মার্কেটিং কোর্সটা করবেন (সম্পূর্ন ফ্রিতে) "
বর্তমানযুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ । অতএব আমাদের ডিজিটাল মার্কেটিং সহ আর বেশ কিছু বিষয়ে  দক্ষতা থাকা  জড়ুরি বলে মনে করি তাই এই টপিকটা নিয়ে চলে এলাম...!

 অনেকেই আছেন যারা, কোর্সটা শুরু করতে গিয়ে অনেক দ্বিধা দ্বন্ধে পড়ছে , তাদের জন্য মূলত আজকের এই পোস্ট ।
 

প্রথমে ‌আলোচনা করবো ,
কিভাবে এই কোর্সটা গঠন করা হয়েছে এবং কিভাবে সার্টিফিকেটটা নিবেন ?

এটা সম্পূর্ন একটা তথ্যবহুল কোর্স,এখানে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা মডিউল আকারে আলোচনা করা হয়েছে এবং এগুলো উপর কিছু ছোট টেস্ট দেয়া আছে...!

এখন কথা হলো , মডিউলস কয়টা থাকবে ?
মোট :- ২৬ টি

(আপনাদের বোঝার সুবিধার্তে বলা যায়, মডিউলস জিনিসটা অনেকটা ফোল্ডারের মতো )

প্রতিটি মডিউলসে ৫/৬ টা ভিডিও দেওয়া থাকবে , ঐ ভিডিওগুলো দেখার পর আপনাকে ছোট ৫/৬টা টেস্ট দিতে হবে । অর্থাৎ ১ টা মডিউলসে ১ টা  ভিডিও দেখা  শেষ করার পর ১টা টেস্ট, এভাবে ৫টা ভিডিও দেখা  শেষ হলে ৫টা টেস্ট দিতে হবে...! 
১টা মডিউলস শেষ হলে আপনাকে একটা Topic Quiz(MCQ Type) দিতে হবে ।
তারপর আপনাকে ২য় মডিউলসে নিয়ে যাবে..!

এভাবে ২৬টা মডিউলস শেষ করার পর আপনাকে একটা ফাইনাল টেস্ট দিবে । 
ফাইনাল টেস্টে ৪০ টি MCQ থাকবে । আপনি যদি এই টেস্ট পাশ করেন তবে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে ।
 
এইবার আলোচনা করব এই কোর্সটা আপনি কেন নিবেন...?

⏺প্রথমত এই কোর্সটা সম্পূর্ন ফ্রি...!
⏺আপনি যদি অনলাইনে ব্যাবসা করতে চান,দারুন👍  তাহলে এটা আপনার জন্য সবছেয়ে বেশি উপযোগী
⏺এই কোর্সটা গুগল কর্তৃক প্রদান করা হবে , যার কারনে অধিক  তথ্যবহুল,বিশ্বস্ত এবং কার্যকর...!
⏺আপনি এই কোর্সটা সম্পূর্ন করার পর একটা সার্টিফিকেট পাবেন
⏺আপনি আপনার সার্টিফিকেটটা আপনার C.V তে যুক্ত করতে পারবেন,যার ফলে নিঃসন্দেহে আপনার C.V এর  গ্রহণযোগ্যতা অন্যদের থেকে একটু বেশি হবে


▶অনেকের প্রশ্ন থাকতে পারে,
আমাদের কোর্সটা কি একটানা করতে হবে ,
অর্থাৎ কোনোকারনে নেট কানেকশেন চলে গেলে কি করব...?

না, কোনো সমস্যা নেয় । যেহেতু কোর্সটা হচ্ছে ৪০ ঘন্টার , আপনি আপনার সময় মতো করে ৪০ ঘন্টা করলেই হবে...!
অর্থাৎ
ধরি ৪০ ঘন্টার এই কোর্সটা হচ্ছে ১০০℅ ।
তার মধ্যে আপনি চাইলে ৫℅ অথবা ৬% এমনকি ১% ও করে বের হয়ে যেতে পারেন ..!
পরবর্তীতে পুনরায় ২℅ থেকে শুরু করবেন..!😀
ঠিক এইভাবে...!


তাহলে আর দেরি কেন..?😀
এক্কুনি শুরু করে দিন , নিছের Fundamental of Digital Marketing লেখাতে ক্লিক করে সাইন-আফ করে কাজ শুরু করে দিন...!





বিঃদ্রঃ- আপনি কোর্সটা মোবাইল(এন্ডয়ড) থেকে ও করতে পারবেন আবার পিসি থেকে ও করতে পারবেন ।

ধন্যবাদ, এতক্ষন সময় নিয়ে পোস্টটা পড়ার জন্য...!

First Published :- Tricklite24.Blogspot.Com







 

Share this post if you love

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url