Viral Masud (ভাইরাল মাসুদ) Review | Bangla Natok New
Viral Masud (ভাইরাল মাসুদ) Review
Viral Masud(Bangla Natok) |
নাটকের নাম:- Viral Masud (ভাইরাল মাসুদ)
অভিনতা:- মোশাররফ করিম, সিফাত তাহসিন, মেহেদী আকাশ, সেলজুক ত্বারিক,নিকুল কুমার মন্ডল, আনোয়ার হোসেন
কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা : শিখর শাহনিয়াত
নাটকের ধরন :- সামাজিক সচেতনতামূলক
প্রযোজনা : জি-সিরিজ
ভাইরাল মাসুদ নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম এবং সিফাত তাহসিন । ভাইরাল মাসুদ নাটকটিতে মোশারফ করিম "মাসুদ" চরিত্রে অভিনয় করেছেন এবং মাসুদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সিফাত তাহসিন । আরো অভিনয় করেছেন ইউটিউব চ্যানেল "অথোনো ভাইন্সের" এডমিন "অথোনো জোবায়ের" । মোশারফ করিম এবং সিফাত তাহসিন অভিনয় দুদান্তভাবে ফুটে ওঠেছে । অথোনো জোবায়েরের অভিনয় ও খারাপ ছিল না ।
এই নাটকটিতে মাসুদের অজান্তে একটা ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় , তাই এই নাটকটির নাম দেয়া হয়েছে, ভাইরাল মাসুদ ।
জোবায়ের অভিনয় করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে "কন্টেন্ট ভাইরাল" করার চরিত্রটিতে । এই নাটকটিতে গ্রাম বাংলার সাদাসিদে মানুষের চরিত্র ফুটে ওঠেছে । এটি একটি জনসচেতনতামূলক নাটক । মোশারফ করিম একজন দর্জি চরিত্র অভিনয় করেছেন । যদি ও দর্জি চরিত্রে অভিনয় করেছেন,সম্পূর্ন নাটকজুড়ে দৃশ্য ছিল "ইন্টারনেটে ভাইরাল হওয়া কন্টেন্ট নিয়ে" । মোশারফ করিম তথা মাসুদ ছিলেন গ্রামবাংলার একজন সাদাসিদে লোক , যিনি লেখাপড়া জানতেন না । একদিন মাসুদের গ্রামের একটা নাটকের শুটিং হলে কৌতুহল নিয়ে মাসুদ সেখানে যায় এবং সোটিং স্পটে একটা সমস্যা সৃষ্টি হয় । সেই ভিডিওটা মোবাইলে ধারন করে "অথনু জোবায়ের" এবং সেটা ইন্টারনেটে ভাইরাল করে দেয় । এরপর থেকে মাসুদকে সবাই চিনতে শুরু করে । এরপর থেকে মাসুদের খারাপ কথাগুলো ইন্টারনেটে ভাইরাল হতে থাকে । তখন বিষয়টা পরিবার পর্যন্তে গড়ায় । তার স্ত্রীর যখন ব্যাপারটা জানতে পারে তখন তার সাথে দ্বন্ধ সৃষ্টি হয় । তার স্ত্রী তাকে বুঝায় যে , আসলে তার এসব করাটা উচিত না , যেগুলো আশপাশের মানুষকে খারাপ ভাবে প্রভাব ফেলে । তখন সে বুঝতে পারে এবং পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সবার কাছ থেকে ক্ষমা ছেয়ে নেয় ।
সম্পূর্ন নাটকজুড়ে এই ম্যাসেজটাই ছিল যে,
ইন্টারনেটে যখন আমাদের অজান্তেই আমাদের নিজেদের কোনো কন্টেন্টে ভাইরাল হয়ে যায় তখন আমাদের জীবনে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় । এসব বিষয় আমাদের ব্যাক্তিগত জীবনে মারাত্মক প্রভাব ফেলে থাকে । আশাপাশের মানুষেরা দেখলেই মন্দ কথা বলতেই থাকে । একসময় ব্যাপারটা যখন পরিবার পর্যন্ত চলে আসে , তখন পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় । তার জন্য ইন্টারনেটে "আমাদের নিজেদের কন্টেন্ট নিজেরা ভাইরাল করা কিংবা গোপনে অন্যদের মাধ্যমে ভাইরাল হওয়া" থেকে নিয়ে সতর্ক থাকতে হবে ।
সত্যিই শিক্ষনীয় একটি নাটক ছিল...!
First Published :- Tricklite24.Blogspot.Com
ইউটিউবে গিয়ে "Viral Masud" লিখে সার্চ করলে , জি সিরিজের নাটকটি দেখতে পাবেন