Best Mobile Apps for Learning to Coding Free

Best Mobile Apps for Learning to Coding Free 


আমরা অনেকেই আছি যারা কোডিং শিখতে ভালোবাসি , কিম্তু শেখার জন্য কম্পিউটার নেই , অথবা আগে ছিল ,কিন্তু বর্তমানে নষ্ট ।  তাই  আজকে তাদের জন্য নিয়ে আসলাম কোডিং শেখার একটা চমৎকার এপস । 
এই এপসটি নাম হল C 4droid । যেটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে ৩৫০ টাকা খরচ হবে। কিন্তু আজকে আমি এপসটি সম্পূর্ন বিনামূল্যে শেয়ার করব ।

---> যেসব সুবিধা থাকছে C4droid এপসে :-


  Feature  

C4droid এপসটি ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী এবং কার্যকরী । যেখানে অ্যান্ড্রয়েডের জন্য সি / সি ++ এবং আইডিই + সি / সি ++ এর সংকলন রয়েছে । 
 
১. C4droid  এর মূল সুবিধা হলো : - আপনি এটি অফলাইনে ব্যাবহার করতে পারবেন ।

২. C4droid এর মাধ্যমে দিয়ে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন । কোনো ধরনের ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই এগুলি চালাতে পারবেন ।

৩.যেহেতু এটি একটি প্রিমিয়াম এপস , এখানে কোনো ধরনের এডস দেখাবে না । অতিরিক্ত কোনো খরচ নেই । আপনি চাইলে সি 4ড্রয়েড এই এপসটা দিয়ে আপনার প্রোগ্রামিংয়ের যাবতীত সব কাজ চালিয়ে যেতে পারবেন) 
টিসিসি + uClibc এর সাথে পূর্ণ এএনএসআই সি এবং আইএসও সি 99-ও সাপোর্ট করে ।

৪. আপনার সিনট্যাক্স হাইলাইটিং করা থাজবে, ট্যাবস, কোড সমাপ্তিকরন, কোড ফর্ম্যাটিং, ফাইল অ্যাসোসিয়েশন এবং  পূর্বাবস্থায় পিরিয়ে নেওয়া যাবে ,ইত্যাদি কাজ করতে পারবেন ।

 ৫.এই ‌এপস দিয়ে আরো করতে পারবেন :- 
 জিইউআই  কাস্টমাইজ,  ট্যাব তৈরী এবং বোতামগুলি কোথায় রাখবেন তা নির্ধারন করা, থিমসমূহ এখানে সাপোর্ট করে এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবেন । 

৬. আপনার প্রোগ্রামগুলি এপিপি বা নেটিভ এক্সিকিউটেবল (টার্মিনাল অ্যাপ্লিকেশনগুলির) হিসাবে কাজ আলাদাভাবে বিভক্ত করতে পারবেন ।

 ৭.সম্পূর্ণ সি ++ এবং জিসিসির সাথে প্রায় সম্পূর্ণ সি ++ 11 সাপোর্ট করে সাথে  আছে + বায়োনিক লাইব্যাক  ।

 ৮. জিটিআইয়ের-নেটিভ অ্যাকটিভিটি, কিউটি, এসডিএল এবং এসডিএল ২ সাপোর্ট করবে ।
 জিসিসির সর্বশেষতম সংস্করণ সবসময় ব্যাবহার করতে পারবেন । 

 ৯.মেকফিল সমর্থন: আপনার পিসির মতো একই বিল্ড স্ক্রিপ্টগুলি ব্যবহার করতে পারবেন (বিজিবক্স অন্তর্ভুক্ত রয়েছে) 

 ১০. বর্ধিত প্রোগ্রামিং শেখার জন্য  সেমি-অটোমেটিক ওপেন সোর্স লাইব্রেরি পোর্টিং আছে  এবং  C4 droid এপসের বাক্সের বাইরে ব্যবহারকারী-বান্ধব(Responsive)  ডিজাইন করা হয়েছে ।
 

Feature of c4 droid



বিঃদ্রঃ :- এই এপসের ডাউনলোড লিংক সরাসরি শেয়ার করা যাচ্ছে না , তাই আপনাদের যদি লাগে তবে  ই-মেইল(waveangle6@gmail.com) করুন ।

ধন্যাবাদ ।


First Published :- Tricklite24.Blogspot.Com

Share this post if you love

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url